ইডেনের সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করলেন গায়ক নোবেল

ইডেনের সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করলেন গায়ক নোবেল

বিনোদন ডেস্ক June 21, 2025

সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের সঙ্গে ইডেন কলেজের সেই শিক্ষার্থীর বিয়ে হয়েছে। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে হয়।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত গায়ক নোবেল ও ইডেনের সেই ছাত্রীর সম্মতি সাপেক্ষে তাদের বিয়ে সম্পাদন করে আদালতকে অবগত করার নির্দেশ দেন। 

বুধবার আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন। তাতে বলা হয়, মামলার আসামি নোবেল গত ২০ মে থেকে কারাগারে আছেন। যেহেতু বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় মামলাটি দায়ের হয়েছে, এখন মামলার বাদী ও আসামি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। সেহেতু জেল হাজতে আসামি ও বাদীর বিয়ের অনুমতি দেওয়া একান্ত আবশ্যক। 

শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। গায়কের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে অভিযোগকারী এবং নোবেলের বিয়ে সম্পূর্ণ হয়েছে। 

বলে রাখা ভালো, ১৯ মে রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে বাসাবাড়িতে আটকে রেখে জোর করে ধর্ষণের অভিযোগে ডেমরা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। 

 
পরদিন (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।   
 

Share This