চিত্রনায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি

চিত্রনায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি

বিনোদন ডেস্ক : February 04, 2025

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগে তার বোন ফিরোজা পারভীন গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) এ জিডি করেন তিনি। 

 

জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি গত ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন।

 

স্থানীয়রা বলেন, পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন।

 

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পারিবারিক বিষয় নিয়ে চিত্রনায়িকা পপির বোন থানায় একটি জিডি করেছেন।

Share This