ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলায় বাদী হতে চায় স্পেন
নিজস্ব প্রতিবেদক :
June 07, 2024
ইসরাইলের বিরুদ্ধে গাজার আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে আইসিজে গণহত্যার অভিযোগ দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলার বাদী হতে চায় ইউরোপীয় দেশ স্পেন।
বৃহস্পতিবার (৬ জুন) এই ঘোষণা দিয়েছেন স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ।
জানা যায়, গত জানুয়ারিতে গাজায় গণহত্যার জন্য ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। এই মামলার শুনানিতে ইতিমধ্যে আদালত জরুরি পদক্ষেপ হিসেবে দুটি আদেশ দিয়েছে। যদিও ইসরাইল তা অগ্রাহ্য করে যাচ্ছে। এর আগে কলম্বিয়া, মিশর ও তুরস্ক আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে এই গণহত্যার মামলায় বাদী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অভিযোগকারী হিসেবে যুক্ত হতে চাই। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতিও আমরা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।
তিনি বলেন, স্পেন শুধু গাজায় ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত নেয়নি। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অবস্থান থেকেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হলো যুদ্ধের অবসান এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগিয়ে যাওয়া।
এই ঘোষণার এক সপ্তাহ পূর্বে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে স্পেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই পদক্ষেপে ইসরাইল ক্ষুব্ধ হয়েছিল। দেশটি দাবি করেছিল, এর মাধ্যমে হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে।
আ/ম
Share This