চিন্ময় কৃষ্ণকে আরেক মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

চিন্ময় কৃষ্ণকে আরেক মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক : May 27, 2025

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা, মসজিদে হামলা ও মসজিদ কমপ্লেক্স ভাঙচুরের মামলায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম এসএম আলাউদ্দিন এ আদেশ দিয়েছেন।

সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলাসহ মোট চার মামলায় চিন্ময় কৃষ্ণকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হলো।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে আদালত চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে আগামী ৪ জুন আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সূত্র জানায়, চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানোর নির্দেশকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি করে চিন্ময়ের অনুসারীরা। প্রায় তিন ঘণ্টা তাকে বহনকারী প্রিজনভ্যান আদালত এলাকায় আটকে রাখে তারা।

একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে নগরীর লালদিঘীরপাড় থেকে কোতোয়ালি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। আইনজীবী হত্যা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মোট ছয়টি মামলা হয়। এর মধ্যে আইনজীবী খুনসহ চারটি মামলায় চিন্ময়কে আদালতের নির্দেশে গ্রেফতার দেখানো হয়।

এর আগে সোমবার পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের আরেক মামলায় চিন্ময় কৃষ্ণকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল আদালত। তার আগে গত ১৮ মে রাষ্ট্রদ্রোহ মামলা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছিল।

Share This