বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :
January 08, 2025
পাঠ্যপুস্তকে জুলাই আন্দোলনের ইতিহাস থেকে ইসলামপন্থীদের অবদান বাদ দেওয়ার অভিযোগ তুলে সঠিক ইতিহাস অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান তারা।
বক্তারা বলেন, "সম্প্রতি প্রকাশিত পাঠ্যপুস্তকে ১৯৭৪ সালের জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অবদান উল্লেখ করা হলেও, ইসলামপন্থী মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা এড়িয়ে যাওয়া হয়েছে। অথচ ওই আন্দোলনে সাহসী অংশগ্রহণের জন্য ৭০ জনেরও বেশি মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হন। এটি একধরনের বৈষম্য এবং ইতিহাস বিকৃতির অপচেষ্টা।
মানববন্ধনে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে চার দফা দাবি উপস্থাপন করা হয়।
১. জাতীয় পাঠ্যপুস্তকে ইসলামপন্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করে তাদের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে।
২. কওমী সনদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে কওমী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৩. কওমী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য দেশের বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সুযোগ নিশ্চিত করতে হবে।
৪. জেনারেল শিক্ষার প্রতিটি স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং এক্ষেত্রে কওমী শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত নেতারা বলেন, “ইতিহাস বিকৃতির এই অপচেষ্টা বন্ধ করতে হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের ত্যাগ-তিতিক্ষা বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান, সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরুন। অন্যথায় কওমী শিক্ষার্থীরা আরও বড় আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে।”
মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নেন। তাদের হাতে ছিল দাবিসংবলিত প্ল্যাকার্ড। বক্তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Share This