যুবদল নেতা তৌহিদুল হত্যায় জড়িতদের শাস্তির আশ্বাস সেনাবাহিনীর
নিজস্ব প্রতিবেদক :
February 04, 2025
যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দপ্তরে তৌহিদের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি।
ওই বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। তৌহিদুল ইসলামের বিরুদ্ধে সেনা ক্যাম্পে যারা মিথ্যা অভিযোগ দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন তৌহিদুলের বড় ভাই আবুল কালাম আজাদ, স্ত্রী ইয়াসমিন নাহার, দুই ভাগনি মাহবুবা উদ্দিন ও সানজিদা আক্তার।
তৌহিদুলের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, আমাদেরকে সেনানিবাসে ডাকা হলে আমরা সেখানে যাই। সেনাবাহিনীর জিওসি আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা ঘটনার আগে ও পরে সব কিছু খুলে বলেছি। তিনি (জিওসি) আমাদের সব কথা মনোযোগ দিয়ে শুনেছেন। এরপর তিনি আমাদের বলেছেন, ‘সেনাবাহিনীর যারা এ ঘটনায় জড়িত, তাদের বিচার সেনাবাহিনীর কোর্টে হবে। আর বাইরের যারা জড়িত, তাদের বিচার স্বাভাবিক আদালতে হবে।’ সেনাবাহিনী বিচার পেতে সর্বোচ্চ সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি।
Share This