নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করছেন ট্রাম্প

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করছেন ট্রাম্প

আন্তজার্তিক ডেস্ক : September 16, 2025

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি নিউইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের ‘মানহানি ও অপপ্রচারের মামলা’ করছেন।

তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, নিউইয়র্ক টাইমস আমাকে নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা, অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রকাশ করে আসছে। এখনই এর শেষ! ট্রাম্প আরও জানান, মামলাটি ফ্লোরিডায় করা হচ্ছে।

ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প দাবি করেন, নিউইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ‘নিকৃষ্ট' সংবাদমাধ্যম।

ট্রাম্প বলেন, এই সংবাদমাধ্যম মূলত ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র হিসেবে কাজ করেছে এবং সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে অবৈধভাবে অর্থায়ন করেছে।

এই রিপাবলিকান নেতা অভিযোগ করেন যে, নিউইয়র্ক টাইমস তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে পত্রিকার প্রথম পাতায় বিশেষভাবে খবর প্রকাশ করেছে। ট্রাম্পের দাবি, এটি ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ নির্বাচনী অনুদান।

তিনি আরও অভিযোগ করেন যে, এই সংবাদমাধ্যম তার পরিবার, ব্যবসা, এবং ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ ও ‘আমেরিকা ফার্স্ট’ আন্দোলনের বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করেছে।

 

Share This