জুনে তীব্র গরমে ভুগেছে বাংলাদেশের ১৭ কোটি মানুষ

জুনে তীব্র গরমে ভুগেছে বাংলাদেশের ১৭ কোটি মানুষ

আন্তজার্তিক ডেস্ক : June 29, 2024

চলতি বছরেই এবার জুন মাসের ৯ দিনে তীব্র গরমে ভুগেছেন বাংলাদেশের ১৭ কোটিরও বেশি মানুষ। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘ক্লাইমেট চেঞ্জ’-এর কয়েকজন বিজ্ঞানীর বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

ক্লাইমেট চেঞ্জ জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে অসহনীয় গরম পড়েছে। এই গরমে জুন মাসে বিশ্বের ৫০০ কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ভারতের ৬১ কোটি ৯০ লাখ, চীনের ৫৭ কোটি ৯০ লাখ, ইন্দোনেশিয়ার ২৩ কোটি ১০ লাখ, নাইজেরিয়ার ২০ কোটি ৬০ লাখ, ব্রাজিলের ১৭ কোটি ৬০ লাখ, বাংলাদেশের ১৭ কোটি ১০ লাখ, যুক্তরাষ্ট্রের ১৬ কোটি ৫০ লাখ, ইউরোপে ১৫ কোটি ২০ লাখ, মেক্সিকোতে ১২ কোটি ৩০ লাখ, ইথিওপিয়ায় ১২ কোটি ১০ লাখ এবং মিসরে ১০ কোটি ৩০ লাখ মানুষ অসহনীয় গরমে কষ্ট পেয়েছে। খবর এনডিটিভি।

সংস্থাটি আরও বলেছে, প্রচণ্ড গরমের মুখে পড়েছিল বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ। জলবায়ু পরিবর্তনের কারণে ১৬ জুন থেকে ২৪ জুন পর্যন্ত এ অস্বাভাবিক তাপমাত্রা অন্তত ৩ বার পরিলক্ষিত হয়েছিল।

ক্লাইমেট সেন্ট্রাল নামের অপর একটি সংস্থার প্রধান পোগ্রাম অফিসার অ্যান্ড্রু পার্সিং বলেছেন, গত ১০০ বছর ধরে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর কারণে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিশ্ব।

Share This