শান্তি আলোচনায় প্রস্তুত জেলেনস্কি, ভূখণ্ড না ছাড়ার শর্ত

শান্তি আলোচনায় প্রস্তুত জেলেনস্কি, ভূখণ্ড না ছাড়ার শর্ত

আন্তজার্তিক ডেস্ক : October 28, 2025

ইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত হলেও মস্কোর দাবি অনুযায়ী প্রথমেই অতিরিক্ত ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহার করবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

জেলেনস্কি বলেছেন, রাশিয়া কিংবা রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ছাড়া যেকোনও স্থানে আলোচনা অনুষ্ঠিত হতে পারে এবং সেই আলোচনায় তিনি অংশ নেবেন। 

চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বুদাপেস্টে একটি সম্মেলনের পরিকল্পনা করা হয়েছিল। তবে মস্কো ইউক্রেনকে আরও ভূখণ্ড ছাড়ার দাবি অব্যাহত রাখায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে। ইউক্রেনের বর্তমান সীমারেখায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প।

জেলেনস্কি বলেন, এটি একেবারেই পরিষ্কার, আমরা বর্তমান অবস্থান থেকেই কূটনীতি এগিয়ে নিচ্ছি। আমরা এক পা পিছিয়ে আমাদের রাষ্ট্রের কোনও অংশ ছেড়ে দেব না। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশেষে প্রকাশ্যে একটি বার্তা এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে বক্তব্য দিয়েছেন।

ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি হাঙ্গেরিতেও আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছেন। যদিও দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান ইউক্রেনের প্রতি বিরূপ অবস্থান নিয়েছেন। জেলেনস্কি বলেন, আরবান ইউক্রেনের জন্য সবকিছু আটকে দেন।

তিনি বলেন, যদি আলোচনায় ফল পাওয়া যায়, তাহলে যেখানেই হোক, আলোচনায় তার কোনও আপত্তি নেই। তবে রাশিয়া কিংবা বেলারুশে নয়।

তিনি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প ইতোমধ্যে মস্কোর দু’টি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

জেলেনস্কি বলেন, আগামী দুই থেকে তিন বছর ইউরোপীয় মিত্রদের কাছ থেকে স্থিতিশীল অর্থায়নের প্রয়োজন হবে ইউক্রেনের।

Share This