এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে গাড়ি

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে গাড়ি

নিজস্ব প্রতিবেদক : November 20, 2025

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) রেলিং ভেঙে টয়োটা হ্যারিয়ার ব্র‍্যান্ডের একটি গাড়ি নিচের সড়কে পড়ে গেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে থানার নিমতলা মোড়ে এ ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, প্রাইভেটকারটি বিমানবন্দরের দিক থেকে এক্সপ্রেসওয়ে ধরে আগ্রাবাদের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

এ ঘটনায় আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Share This