বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করার চেষ্টা করছে একটি মহল। তিনি আমানতকারীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন। বলেছেন, সব আমানতকারীর মূল আমানত সম্পূর্ণ নিরাপদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকিং সেক্টরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কিছু দুষ্টুচক্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এসব নিয়ে বিভিন্ন মহলে কিছু অসন্তোষ দেখা দিয়েছে। সেগুলো নিরসনের চেষ্টা করা হচ্ছে। কোনো পরিকল্পনাই শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। ধীরে ধীরে সমস্যাগুলো চিহ্নিত হয় এবং সেগুলো সমাধানে কাজ করা হয়। তবে কিছু মহল একীভূত কার্যক্রম বাস্তবায়নে বাধা সৃষ্টি করার অপচেষ্টা করছে।
তিনি বলেন- যে যত অপপ্রচার করুক, সব আমানতকারীর মূল আমানত সম্পূর্ণ নিরাপদ। তবে পর্যায়ক্রমে তা ফেরত দেওয়া হবে। এ বিষয়ে আগেও জানানো হয়েছে। বর্তমানে গ্রাহকরা যেকোনো স্কিম থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সম্পূর্ণ বাজারদরে মুনাফা দেওয়া হচ্ছে। এক বছরের বেশি মেয়াদি আমানতে মুনাফার হার ৯ দশমিক ৫ শতাংশ এবং এক বছরের কম মেয়াদি আমানতে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
গভর্নর বলেন, এখানে আমানতকারীদের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার দুই বছরের জন্য যে ৪ শতাংশ সহায়তা দিচ্ছে, তাতে অতিরিক্ত প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। তাই কেউ যেন গুজবে বিভ্রান্ত না হয়।
পর্যায়ক্রমে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে জানিয়ে গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকে খুব শিগগিরই অনলাইন কার্যক্রম শুরু হবে।
লুটের ঘটনা জেনেই অধিক মুনাফার লোভে ৫ ব্যাংকে টাকা জমা রাখেন আমানতকারীরা এবং এতে গ্রাহকদেরও দায়ভার রয়েছে বলে মন্তব্য করেন গভর্নর।
আমানতের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন গভর্নর।