হিন্দু সম্প্রদায়ের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় আশ্বাস দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন। ভোট দিয়ে বাড়ি ফেরা পর্যন্ত আমাদের নেতা-কর্মীরা আপনাদের সঙ্গে থাকবেন। আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না।’
তিনি আরও বলেন, এই সম্প্রীতির কারণেই আজ মাঠে স্লোগান উঠছে ‘হিন্দু-মুসলমান বেঁধেছে জোট, ধানের শীষে দিবে ভোট।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের মিলনপুর এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অনেক হিন্দু ভাই-বোন ভোট দিতে পারা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। তাদের উদ্দেশ্যে তিনি জোর দিয়ে বলেন, ‘ভয় পাবেন না। ভোট দেওয়া আপনাদের সাংবিধানিক অধিকার।’
উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে একটি ‘ইলেকট্রিশিয়ান ট্রেনিং ভোকেশনাল ইনস্টিটিউট’ গড়ে তোলা হবে। এর মাধ্যমে তরুণ-তরুণীরা কারিগরি শিক্ষা নিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।
ভোটারদের উদ্দেশে আবেগঘন আবেদন জানিয়ে তিনি বলেন, ‘এটাই সম্ভবত আমার শেষ নির্বাচন। আমি আপনাদের দীর্ঘদিনের পরিচিত মানুষ। তাই ধানের শীষে ভোট দিয়ে আপনারা আমার পাশে থাকবেন।’
তিনি আরও বলেন, ‘আসুন সবাই মিলে দেশ গড়ি এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি।’
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে বলেন, ‘আল্লাহ তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে কবুল করুন এই দোয়া করি।’
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব তার বক্তব্য শেষ করেন।