আবারও ছাদখোলা বাসে বরণ করা হবে ইতিহাস গড়া সাবিনাদের

আবারও ছাদখোলা বাসে বরণ করা হবে ইতিহাস গড়া সাবিনাদের

স্পোর্টস ডেস্ক : January 29, 2026

বাংলাদেশের নারী ফুটসাল দল ইতিহাস গড়েছে। প্রথমবার আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন লাল-সবুজের মেয়েরা। 

থাইল্যান্ডের ব্যাংককে ১৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলা এই টুর্নামেন্টে ৭টি দল অংশ নেয়। বাংলাদেশ ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্র করে অসাধারণ পারফরম্যান্স দেখায়। মোট ১৬ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থেকে শিরোপা জিতে নেয়। বিশেষ করে শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে। রানার্সআপ হয় ভারত (১২ পয়েন্ট)।

এই ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘটা করে দলকে বরণ করার পরিকল্পনা করেছে। সাবিনা খাতুনসহ চ্যাম্পিয়ন খেলোয়াড়রা আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। 

বিমানবন্দর থেকেই তাদের ছাদখোলা দোতলা বাসে করে হাতিরঝিল এম্ফিথিয়েটারে নিয়ে যাওয়া হবে। বাসের সামনে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ছবি ও বড় করে লেখা থাকবে "চ্যাম্পিয়নস"। সেখানে আনুষ্ঠানিক সংবর্ধনা ও উদযাপনের আয়োজন করা হয়েছে।

এর আগেও ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে ছাদখোলা বাসে বরণ করা হয়েছিল সাবিনা-ঋতুপর্ণাদের। কিন্তু ফুটসালে এই প্রথম, এবারের জয় আরও বিশেষ।

বাফুফে বলেছে, এই অসাধারণ সাফল্যকে স্মরণীয় করে রাখতেই এমন জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন।

Share This