নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : October 28, 2025

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অবৈধ অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হবে এমন আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিনিয়ত অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে যা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।

এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন করে আনসার নিয়োজিত থাকবেন। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

তিনি আরও বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অবৈধ অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে এবং প্রতিনিয়ত অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে যা অব্যাহত থাকবে। 

 

Share This