জাতীয় সংসদে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান

জাতীয় সংসদে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : June 21, 2025

প্রতিবন্ধী নাগরিকদের কার্যকর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত না করলে সেই প্রভিশ্রুডির নৈতিক ভিত্তি দুর্বল হবে। 

জাতিসংঘ সনদ, সংবিধান ও বৈশ্বিক দজির অনুযায়ী, প্রতিনিধিত্ব কোনো দান নয়-এটি একটি অধিকার। "Nothing About Us Without Us"-এই প্রতিশ্রুতি এখন বাংলাদেশে বাস্তবায়নের সময় এসেছে। 

১) জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসন প্রবর্তন; ২) সংবিধানে তাঁদের রাজনৈতিক অংশগ্নহলোর স্বীকৃতি, OR ৩) নির্বাচন প্রক্রিয়ায় প্রবেশগম্যতা (সহায়ক প্রযুক্তি ও ইশারা ভাষা সহ) নিশ্চিত করা, ৪ ) তরুণ প্রতিবন্ধী ব্যক্তিদের নেতুর বিকাশে প্রশিক্ষণ ও প্রস্তুতিতে সহায়ক নীতি সাংবিধানে অন্তর্ভুক্তি; ৫) রাজনৈতিক দলসমূহে প্রতিবন্ধী ককাস বা উপ-কমিটি বাধাতামূলক করা প্রতিবন্ধী ব্যক্তিদের গুমড়ায়ন নিশ্চিতকরণে প্রয়োজনীয় প্রয়েশনাল সেরা নিশ্চিতে জেলা পর্যানে ৬) উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সরকারে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা। BNADP বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জাদার জাতীয় সংসদে প্রতিবন্ধী প্রতিনিধিত্ব "জুলাই সনদ"-এর চূড়ান্ত সংস্কার প্রড়াবে অন্তর্ভুক্ত হোক। এটি কেবল একটি দাবিত্র নয়, বরং একটি দায়িত্বশীল প্রশ্নার যা আতির ভবিষ্যৎ স্যায়ের ভিত্তিকে সুদৃঢ় করার একটি প্রয়াস। প্রতিনিধিত্ব ছাড়া ন্যায় নেই আমরা স্পষ্টভাবে বলতে চাই-এটি দয়া করে দান নয়, অধিকার। এটি করুণা নয়, ন্যায়বিচার। 

আমরা কেবল একটি আসন চাই না, আমরা চাই-আমাদের পিছিয়ে পরা প্রতিবন্ধী জনগোষ্ঠীর কণ্ঠস্বর, অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের ভবিষ্যৎ রূপকল্পে অন্তর্ভুক্ত হোক। "Nothing About Us Without Us" কোনো স্লোগান নয়-এটি গণতন্ত্রের নৈতিক ভিত্তির প্রতিধ্বনি, কেননা, প্রতিবন্ধিত্ব বিষয়ক যে কোনো সিদ্ধান্ত গ্রহণে মূলনীতি। প্রতিবন্ধীতা বিষয়ক প্রফেশনাল হিসেবে আমাদের উপরোক্ত ছয় দফা বিবেচিত হলে আমাদের বিশ্বাস পরবর্তী দশক হবে টেকসই উন্নয়নের এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্ষমতায়নের। এর ফলে আমরা পাবো সমতাভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক প্রাতিষ্ঠানিক সমাজ ব্যবস্থার উন্নত মানবিক বাংলাদেশ।

Share This