র্যাব সমাজে রাখা ঠিক হবে না: নূর
রাজশাহী প্রতিনিধি :
December 21, 2024
গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সদস্য মো. নূর খান বলেছেন, ‘এত ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসেবে পরিচিত বাহিনীকে (র্যাব) সমাজে রাখা ঠিক হবে না, এরা জনগণের সেবা করতে পারে না।’
রাজশাহী নগরীর মুক্তমঞ্চে আজ শনিবার বিকেলে মায়ের ডাক সংগঠনের আয়োজিত গণজমায়েতে প্রদর্শিত গুম-খুনের স্থিরচিত্র পরিদর্শনকালে এ কথা বলেন মো. নূর খান। র্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
মো. নূর খান বলেন, পুলিশের মধ্যে সেনাবাহিনীর অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করে। পুলিশের কাজ পুলিশকে দিয়েই করানো উচিত।
এই সময় গুম ও খুনের শিকার পরিবারের সদস্যরা তাদের পরিবারের সাথে যে ভয়াবহ নির্মমতা হয়েছিল, সেগুলো তুলে ধরেন। অনেকে পরিবারে নিখোঁজ সদস্যদের ফিরে পেতেও সরকারের কাছে আহ্বান জানান।
গুম ও খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
Share This